প্রথম পাতা


রাজশাহী জেলায় অন্তর্গত বাগমারা উপজেলাধীন ভবানীগঞ্জ (উপজেলা সদর) হতে ০৭ কি:মি: উত্তরে বিদ্যালয়টি অবস্থিত । বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ২০০ মি: দূরে একটি পাকা রাস্তা আছে। যার দ্বারা উপজেলা সদর রাজশাহী জেলা সদর সহ অন্যান গুরুত্বপূর্ন স্থানে সহজে যোগাযোগ ব্যবস্থা সম্ভব হয়। বিদ্যালয়টির সংলগ্ন পূর্ব ও দক্ষিন পাশে একটি খেলার মাঠ আছে। মাঠের সংলগ্ন দক্ষিণ দিকে ছোট একটি হাট আছে। বিদ্যালয়ের পূর্ব পাশে রয়েছে ডাকঘর ও প্রায় ২০টি দোকান ঘর । বিদ্যালয়ের মাঠের সংলগ্লএকটি মসজিদ ও মসজিদ সংলগ্ন পশ্চিম দিকে ১টি দীঘি অবস্থিত আছে। ১০ পাকা এ আধা পাকা কক্ষ বিশিষ্ট এই বিদ্যালয়টি। সবকিছু মিলে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক সংমিশ্রনে ইহা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অত্র এলাকায় সুপরিচিত।